প্রচ্ছদ ›› বাণিজ্য

লেনদেনের শুরুতেই সবকটি সচকের পতন

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২২ ১২:০৫:৫৩ | আপডেট: ৩ years আগে
লেনদেনের শুরুতেই সবকটি সচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। এ দিন লেনদেন শুরুর পরপর তিনটি সূচকেরই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ২ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৩২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭১ পয়েন্টে।

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।