মূল্য সূচকের পতনে শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের লেনদেন। এদিন লেনদেন শুরুর আধাঘণ্টার মাথায় সবকটি সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৭ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়।