দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার। এ লেনদেনের ৪০.৭৩ শতাংশই ১০ কোম্পানির দখলে।
আগের সপ্তাহেও ডিএসই’র মোট লেনদেনের ৩২.৪৮ শতাংশ এ কোম্পানিগুলোর দখলেই ছিল। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪০০ কোম্পানির লেনদেনে হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, সি পার্ল, বসুন্ধরা পেপার মিলস, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং এবং আমরা নেটওর্য়াক।
আগের সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর ২০২২) লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নু সিরামিক লিমিটেড, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, জেনেক্স ইনফোসিস, সি পার্ল, বাংলাদেশ শিপিং কর্পেরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম লিমিটেড।
আরও পড়ুন- পুঁজিবাজারে এটিবি মার্কেটের যাত্রা
দুই সপ্তাহের লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো পর্যালোচনা করে দেখা যায় আগের সপ্তাহের ৮টি কোম্পাানিই এ সপ্তাহেও লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে। ২৬-২৯ ডিসেম্বর ২০২২ সময়ে সমাপ্ত সপ্তাহের লেনদেনের শীর্ষে থাকা ২টি কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম তালিকা থেকে বাদ পড়েছে এবং বিদায়ী সপ্তাহে নতুন দুই কোম্পানি এ তালিকায় যুক্ত হয়েছে। নতুন কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং এবং আমরা নেটওর্য়াক।
জানুয়ারির প্রথম সপ্তাহে শীর্ষ লেনদেনের তালিকায় রয়েছে ওরিয়ন ইনফিউশন। গত সপ্তাহে কোম্পানিটির ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। গত সপ্তাহে কোম্পানিটি ডিএসই’র মোট লেনদেনের ৬.৩৫ শতাংশ সম্পন্ন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনেদেন হয়েছে। যা গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৫.৫২ শতাংশ।
আরও পড়ুন- বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ
সি পার্ল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির ৫৮ কোটি ৪৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৫.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলস ৪.৬৮ শতাংশ, মুন্নু সিরামিক ৩.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মা ৩.৮৩ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৩.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২.৬৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ২.৫৬ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক ২.৫৫ শতাংশ লেনদেন সম্পন্ন করেছে।