দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে মধ্যে দর বেড়েছে ৫৮টির বা ১৭.৬০ শতাংশের, কমেছে ৬৮টির বা ২০.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির বা ৬১.৭ শতাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৬৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে আজ। গতকাল ডিএসইতে ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এ দিন ডিএসই’র সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ পয়েন্টে।