প্রচ্ছদ ›› বাণিজ্য

শতভাগ রিসাইক্লেবল পিইটি বোতল আনলো কোকা-কোলা

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৭:৪৯ | আপডেট: ২ years আগে
শতভাগ রিসাইক্লেবল পিইটি বোতল আনলো কোকা-কোলা

শতভাগ রিসাইকেল্ড পিইটি প্লাস্টিক দিয়ে তৈরি বোতল (ক্যাপ ও লেবেল ব্যতীত) বাজারে নিয়ে এসেছে কোকা-কোলা বাংলাদেশ।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, বর্তমানে কোকা-কোলার কিন্লে পানির দুই লিটার বোতলে নতুন এই পিইটি প্যাকেজিং ব্যবহার হচ্ছে। পরবর্তীতে যা কোকা-কোলার অন্যান্য পণ্যের প্যাকেজিংয়েও ব্যবহারের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

পিইটি বোতলগুলোকে অন্যান্য প্যাকেজিংয়ের অপেক্ষায় তুলনামূলক কম কার্বন ফুটপ্রিন্ট থাকে। যখন পিইটি প্লাস্টিকের বোতলগুলোকে রিসাইকেল করা হয় এবং পুরানো বোতলগুলোক নতুন বোতলে পরিণত করার জন্য এই রিসাইকেল্ড উপাদান ব্যবহার করা হয় তখন কার্বন ফুটপ্রিন্টের কম উপস্থিতি দেখা যায়।

কোকা-কোলা বলছে, গ্রাহকরা সকল পাইকারি দোকানে কোকা-কোলার পণ্যগুলির একই সতেজ স্বাদ পাবেন নতুন এই টেকসই প্যাকেজিংয়েও।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এক্ষেত্রে রিসাইকেল্ড পিইটি বোতলগুলিতে কোকা-কোলা পানীয়ের বাজারজাতকরণ বাংলাদেশে একটি সার্কুলার অর্থনীতি প্রতিষ্ঠার সমর্থনে বড় উদ্যোগ। এটি অর্জনের জন্য, চাহিদা মেটাতে আমাদের কাছে ফুড-গ্রেডের রিসাইকেল্ড প্লাস্টিকের যথেষ্ট সরবরাহ থাকা অত্যন্ত জরুরী।"

কোকা-কোলা কোম্পানি এখন সারা বিশ্বের ৩০টিরও বেশি বাজারে শতভাগ রিসাইকেল্ড পিইটি বোতল অফার করে।