প্রচ্ছদ ›› বাণিজ্য

শেয়ার দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিক

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২২ ১৮:০৮:১১ | আপডেট: ৩ years আগে
শেয়ার দর বাড়ার শীর্ষে শাইনপুকুর সিরামিক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৪৬৬ বারে ৪৬ লাখ ৩৩ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি অ্যাগ্রো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, শাশা ডেনিমস, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং, জিবিবি পাওয়ার ও ইফাদ অটোস লিমিটেড।