সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলছে লেনদেন। এ দিন, লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
ডিএসই’র ওয়েবসাইটে দেখা যায়, লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫১ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৫ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ তেত্তিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৪ পয়েন্টে।
বুধবার ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।