প্রচ্ছদ ›› বাণিজ্য

শেয়ারবাজারে পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২১ ১৫:০২:৪৫ | আপডেট: ৩ years আগে
শেয়ারবাজারে পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

টানা দরপতনে ক্ষুদ্ধ হয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা।

সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে ডিএসই'র কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

উল্লেখ্য, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এ রিপোর্ট লেখা পর্যন্ত সবগুলো মূল্য সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ৩ ঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১২০ পয়েন্টেরও বেশি। পাশাপাশি এসময় পর্যন্ত লেনদেনে আংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর কমেছে ৩৩১টির।

পতন দিয়ে শুরু হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন। শুরুর সোয়া এক ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমেছে। আর দুপুর ১টা নাগাদ সূচকটি কমেছে ১২১ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট কমেছে।

দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৭৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৩১টির আর ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। আর তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার।