প্রচ্ছদ ›› বাণিজ্য

শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ দেবে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৩:৫২ | আপডেট: ৩ years আগে
শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ দেবে আইপিডিসি

পুঁজিবাজারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইনান্স শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বা শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালের সমাপ্ত অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯০ পয়সা। এই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২৫ শতাংশ।

সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশের অনুমোদন দেয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ১২ পয়সা

কোম্পানিটি ২০২০ সালেও ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল শেয়ারধারীদের।