প্রচ্ছদ ›› বাণিজ্য

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভকারীরা, সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২ ১৫:৪৯:৪৪ | আপডেট: ৩ years আগে
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভকারীরা, সম্প্রচার বন্ধ

বিক্ষোভের জেরে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন রুপাভিহিনির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, বুধবার বিক্ষোভকারীরা টেলিভিশন কার্যালয়ে প্রবেশ করে হট্টগোর শুরু করলে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। খবর বিবিসি’র।

এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী রনিলকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ

এরইমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। বাইরে বিক্ষোভ করছে হাজারো সরকারবিরোধী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে জরুরি অবস্থা জারি।