বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের সাথে সপ্তাহজুড়ে উর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স ২৭৭.৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭২৫৮ পয়েন্টে স্থায়ী হয়েছে, যা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ।
এ সপ্তাহে ব্লু চিপ সূচক ১৫০.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৬৪৭.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৮৩.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ১৫৯২.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুসারে, সমস্ত আর্থিক খাত এ সপ্তাহে ইতিবাচক প্রবনতায় অবস্থান করছিল। এনবিএফআই খাতে সর্বোচ্চ ৪.৮৭ শতাংশ বেড়েছে। এছাড়া জীবন বীমা (+৩.২২ শতাংশ), ব্যাংক (+১.৭২ শতাংশ) ), মিউচুয়াল ফান্ড (+১.২৫ শতাংশ), এবং সাধারণ বীমা (-৩.৬৬ শতাংশ)।
এ সপ্তাহে সমস্ত নন-আর্থিক খাতও ইতিবাচক প্রবনতায় অবস্থান করছিল। খাদ্য ও আনুষঙ্গিক খাতগুলো সর্বোচ্চ ১১.৫১ শতাংশ বেড়েছে। এছাড়া ফার্মাসিউটিক্যাল (+৫.৫৭ শতাংশ), টেলিযোগাযোগ (+৫.৫৪ শতাংশ), প্রকৌশল (+৩.৯৪ শতাংশ), এবং জ্বালানি ও বিদ্যুৎ (+৩.৮৯ শতাংশ)।