প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০.৫৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২২ ১২:২২:০৮ | আপডেট: ৩ years আগে
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০.৫৯ শতাংশ

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন গত সপ্তাহের তুলনায় বেড়েছে ১০.৫৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৮৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকার। সে হিসেবে ডিএসইতে ১০.৫৯ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ১৫৭টির। আর ২৬টির দাম ছিল অপরিবর্তিত।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৮০ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৩৫২ দশমিক ৩৮ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৪১৩ দশমিক ৭৪ পয়েন্টে।