গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড়ে দৈনিক এক হাজার ১১ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৩৩ কোটি ৮৩ লাখ টাকা ৯৬ হাজার ৪৬০ টাকা। সে হিসেবে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৯ দশমিক ৬২ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ৩৭৩টির দাম বেড়েছে, এ সময়ে ডিএসইতে ৭টি কোম্পানি শেয়ার দর হারিয়েছে এবং সপ্তাহে ৮টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩৩১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১২ দশমিক ০১ পয়েন্টে।
গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। সপ্তাহশেষে এ সূচকটির অবস্থান ছিল ২ হাজার ২৬৫.২০ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইস সূচকটি আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ৬৬.৯৯ পডেন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.১৯ পয়েন্টে।