সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ গত দিনের তুলনায় কমেছে লেনদেনও।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৭ পয়েন্টে।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার। যা গতদিনের তুলনায় ২১৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
এ দিন লেনদেনে অংশ নেয়া ৩৭8টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।