ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সবকটি সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন, কিছুটা বেড়েছে লেনদেন।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৮ পয়েন্টে।
এদিন, ডিএসইতে ১ হাজার ৩১৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৮ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
মঙ্গলবার লেনদেনে অংশ নেয় ৩৬৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।