২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদান করে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ওই অর্থবছরের নির্ধারিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা, ২৪ হাজার কোটি টাকা অর্জন উপলক্ষে আয়োজিত শীর্ষ কর প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সরকারকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানের জন্য আইডিএলসি ফাইন্যান্স এর এমডি এন্ড সিইও এম জামাল উদ্দিন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।