প্রচ্ছদ ›› বাণিজ্য

সাপ্তাহিক লেনদেনে আইটি খাতের আধিপত্য

আনিসুর রহমান সুমন
১০ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭:০০ | আপডেট: ২ years আগে
সাপ্তাহিক লেনদেনে আইটি খাতের আধিপত্য
সংগৃহীত

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার। ডিএসই'র এ পরিমাণ লেনদেনের ১২.৩৬ শতাংশই করেছে আইটি খাতের তিন কোম্পানি।

কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার হাতবদল হয়েছে। যা বিদায়ী সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৫.৩৭ শতাংশ।

ডিএসই'র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটি ডিএসই’র মোট লেনদেনের ৪.৮১ শতাংশ সম্পন্ন করেছে।

গত সপ্তাহের লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিটি হচ্ছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটি গত সপ্তাহে ৩৩ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেযার হাতবদল হয়েছে। এডিএন টেলিকমের বিদায়ী সপ্তাহে ২৯ লাখ ৬৩ হাজার ৮৭২ টি শেয়ার হাতবদল হয়। যা গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ২.১৮ শতাংশ। 

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন,মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা।

সূচকের পতনে লেনদেন তলানিতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও নেমেছে তলানিতে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২৪.০৬ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকার বা ২৪.০৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭.৮২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ২০৩.৫৮ পয়েন্টে নেমেছ।

অন্যদিকে ডিএসইএস ৮.৭০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১.৬২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৭৫টির। আর ২৭৭টির দাম ছিল অপরিবর্তিত।