মিরাজ শামস
টেকসই ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য সহজলভ্য ও জনপ্রিয় করতে পর্যায়ক্রমে সকল বিভাগীয় শহর ও জেলা শহরে প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র স্থাপন করবে সরকার।
মঙ্গলবার বস্ত্র ও পাট সচিব আবদুল মান্নানের সভাপতিত্বে পাট বহুমুখিকরণ উন্নয়ন কেন্দ্র, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিভাগীয় শহর ও জেলা শহরে পাটজাত পণ্য মেলার আয়োজন করে আসছে জেডিপিসি।
বৈঠকে জেডিপিসি’র নিবন্ধিত উদ্যোক্তাদের পণ্য সহজলভ্য করতে আউটলেট স্থাপনের ওপর জোর দেন মান্নান। এ বিষয়ে গত মে মাসে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর এমন পদক্ষেপ নেয়া হলো।
মান্নান করেন, অনলাইন মার্কেটিং দেশে এবং বিদেশে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ত্বরান্বিত করবে। জেডিপিসিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ বিশ্বের প্রায় ১১৮ দেশে পাটজাত পণ্য রপ্তানি করে আসছে। এতে বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের বেশি আয় হচ্ছে।
পাটের ব্যবহার বাড়াতে ইতোমধ্যেই মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, অফিস, সংস্থা, জেলা প্রশাসক, পুলিশ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ইনচার্জদের কাছে চিঠি পাঠিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। একইসঙ্গে পাট রপ্তানি বাড়াতে ১৮টি দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের চিঠি পাঠানো হয়েছে।
৭টি কেন্দ্রে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে পাট উদ্যোক্তা পরিষেবা কেন্দ্র (জেইএসসি)। প্রতিষ্ঠানটির লক্ষ্য বহুমুখি পাট পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানো। কেন্দ্রগুলো ঢাকা, নরসিংদী, রংপুর, যশোর, চট্টগ্রাম, টাঙ্গাইল এবং জামালপুরে অবস্থিত।
জেডিপিসি থেকে প্রশিক্ষিত প্রায় ৮০০ উদ্যোক্তা ২৮২ ধরনের পাটজাত পণ্য তৈরি করছেন। যেগুলো বিক্রি হচ্ছে দেশে-বিদেশে।
দেশে পাট উৎপাদন, বিক্রয় এবং রপ্তানিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২ কোটি মানুষ।
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম দ্য বিজনেস পোস্ট'কে বলেন, অনেক উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন বা বিক্রির জন্য শোরুম স্থাপন করতে পারেন না। যে কারণে জেলা শহরগুলোতে পর্যায়ক্রমে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।
এখন শুধুমাত্র ঢাকায় পাটপণ্য প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া চট্টগ্রামে জেইএসসি সম্প্রসারিত হচ্ছে এবং সেখানেও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
মোহাম্মদ আবুল কালাম বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনের পাশে একটি জমি কেনা হয়েছে। এ প্রকল্পটি শেষ করার পর, আমরা প্রাথমিকভাবে পাট উদ্যোক্তা পরিষেবা কেন্দ্র (জেইএসসি) আছে এমন ৭ জেলায় আউটলেট স্থাপন করব।