কাচ্চিতে খাসি ছাড়া অন্য কোন প্রাণীর মাংস ব্যবহারের প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে সুলতান’স ডাইনকে অব্যাহতি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল সাক্ষরিত সুলতান’স ডাইনের বিরুদ্ধে কাচ্চিতে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ তদন্ত সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রায় ১ ঘণ্টা সরেজমিনে তদন্ত করে জাতীয় ভোক্তা অধিদপ্তর এবং সোমবার এ বিষয়ে প্রতিষ্ঠানটির জিএম, এজিএম এবং উক্ত মাখার ম্যানেজার শুনানিতে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক বক্তব্য প্রদান করেন। তবে যে ফোন নাম্বার থেকে অভিযোগ জানানো হয়েছিল বন্ধ পাওয়া গেছে।
সরেজমিনে তদন্ত এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের বক্তব্যর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে এই প্রতিবেদনে।
এরআগে গত বৃহস্পতিবার দুপুরে অভিযানকালে সেখানে অন্য প্রাণীর মাংস বলে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তেমন কিছু পাইনি বলে জানিয়েছিলো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন তুলেন এক ভোক্তা। বিষয়টি নিয়ে এরপর থেকে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। অনেকে দাবি করেন, কাচ্চিতে খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে। তবে সুলতান’স ডাইন এ অভিযোগ অস্বীকার করেছে।