প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২২ ১২:৩৮:৪২ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বুধবার বেলা ১০.৩০ টা পর্যন্ত ডিএসইতে ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২১ দশামিক ৭৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ দশমিক ০৭ পয়েন্টে।

আজ আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২ টির,কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার দর।