ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টেক্সটাইল, প্রকৌশল, ওষুধসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে তিনিটি সূচকেরই উত্থানে হয়েছে।
লেনদেনের দুই ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৬৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪৭৭ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।