প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৬:৪৯ | আপডেট: ২ years আগে
সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। রোববার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’তে ৬২৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ১৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৭৯.৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৬০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬২.১০ পয়েন্টে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭ টির,কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১ টির।