প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২২ ১৫:১৭:৪৫ | আপডেট: ২ years আগে
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৫৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ডিএসইতে ৮৩ কোটি ৬২ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।