প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২১ ১১:৩২:৩৭ | আপডেট: ৩ years আগে
 সূচকের উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের কিছুটা উত্থানে চলছে লেনদেন। এদিন তিনটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৮০ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।