ঢাকা স্টক এক্সচচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ টাকার। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ১৫ লাখ টাকার।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১২.২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.১৯পয়েন্টে।
আরও পড়ুন- ‘বিএসইসিকে বিশ্বে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব’
ডিএস৩০ সূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৫.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।