প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থান-পতনে ডিএসইতে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২১ ১০:৩১:৪৮ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থান-পতনে ডিএসইতে লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের উত্থান-পতনে ডিএসইতে শুরু হয়েছে লেনদেন। লেনদেন শুরুর পর তিনটি সূচকের দুটি ঊর্ধ্বমুখী থাকলেও একটির পতন হতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১০০ পয়েন্টে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১৭ পয়েন্টে।

এদিন লেনদেন শুরুর আধাঘণ্টায় ২২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ারের দাম।