দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ওঠা-নামায় চলছে মঙ্গলবারের লেনদেন।
লেনদেন শুরুর পর সূচকের উত্থান হলেও ৩০ মিনিটের মাথায় তা ১৫ পয়েন্ট নেমে অবস্থান করে ৭ হাজার ৩৩০ পয়েন্টে। এরপর আবারও ঊধ্বমুখী হয় সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে যা গিয়ে দাঁড়ায় ৭ হাজার ৩৫৬ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর ১ ঘণ্টার মাথায় ডিএসইতে ৩৬২টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
এদিকে, সোমবার মূল্য সূচকের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করে ৭ হাজার ৩৪৫ পয়েন্টে। টাকার অংকে কমে লেনদেনও।
সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যা আগের দিনের তুলনায় ১১৪ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার কোটি লাখ টাকার।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট বাড়ে।