দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৫ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।