সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় ১৫ পয়েন্ট কমে ডিএসইর প্রধান মূল্য সূচক অবস্থান করে ৭ হাজার ১৭০ পয়েন্টে।
অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৬৯৭ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন, সকাল ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের।
এক ঘণ্টায় ৩৬৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৬টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি শেয়ারের দাম।
গতকাল ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।