প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের পতনে ডিএসইতে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২১ ১০:৫৬:০৫ | আপডেট: ৩ years আগে
সূচকের পতনে ডিএসইতে লেনদেন শুরু

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় ১৫ পয়েন্ট কমে ডিএসইর প্রধান মূল্য সূচক অবস্থান করে ৭ হাজার ১৭০ পয়েন্টে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৬৯৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন, সকাল ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের।

এক ঘণ্টায় ৩৬৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৬টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি শেয়ারের দাম।

গতকাল ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।