প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের পতনে লেনদেনে ধস

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৯:১১ | আপডেট: ২ years আগে
সূচকের পতনে লেনদেনে ধস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেনও কমেছে বড় ব্যবধানে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৮৯৫ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই,র সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।