দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আইটি, সিমেন্ট, ওষুধ ও মিউচ্যুয়াল ফান্ড খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে এদিন সূচকের উত্থান-পতন দেখা গেছে।
মঙ্গলবার ডিএসইতে গতকালের তুলনায় বেড়েছে লেনদেন। দুদিনের মাথায় লেনদেন উঠলো ১ হাজার কোটি টাকার উপরে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫ কোটি কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার। এর আগে গত ১০ মার্চ লেনদেন হয়েছিল ১ হাজার ৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৫৬ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৫৪ পয়েন্টে।
মঙ্গলবার লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানর শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।