সূচকের বড় উত্থানের মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন চলছে।
তাতে লেনদেনের প্রথম আধা ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৮৪.২৩ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.২৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকা।