সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। আজ বেলা ১১.৪০ পর্যন্ত ডিএসইতে ৯৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ দিন জ্বালনি,বস্ত্র বিবিধ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.২১পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.১৩পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২ হাজার ২৭৬.৩৪পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তীত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার দর।