প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের ১ শতাংশ পতনে দর হারালো ৩ শতাধিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ১৪:৫৯:০০ | আপডেট: ৩ years আগে
সূচকের ১ শতাংশ পতনে দর হারালো ৩ শতাধিক কোম্পানি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩.৭১ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমেছে। লেনদেনের পরিমাণও কমেছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১ টির, কমেছে ৩৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির কোম্পানিরি শেয়ার দর।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৩০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে।

এর আগে গত ১৮ এপ্রিল ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে সবগুলিখাতের তালিকাভুক্ত ব্যাংক, বীমা, ওষুধ, প্রকৈাশল, বিবিধ খাত সহ সবগুলি খাতের প্রায় শতভাগ কোম্পানির দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.০৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩.২৩পয়েন্টে।