সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
আজ দর বাড়ার শীর্ষে রয়েছে সিরমিক এবং সেবা খাতের কোম্পানিগুলো। এ দুই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশের দর বেড়েছে।
বৃহস্পতিবার বেলা ১০.৩০ টা পর্যন্ত ডিএসইতে ৭০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৪১.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৯ দশামিক ৭৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৭ দশমিক ৪৯ পয়েন্টে।
আজ আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৬২ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ার দর।