দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৩২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এ দিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।