সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকের বড় উত্থান দেখেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধরাবাহিকতায় সোমবারও সূচক ঊর্ধ্বমুখী। এদিন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ব্যাংক খাতের উপর ভর করে সূচক বাড়ছে।
লেনদেন শুরুর ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৩৯৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪০৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৩৫১ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২১৪ কোটি টাকার।