প্রচ্ছদ ›› বাণিজ্য

সেপ্টেম্বর থেকে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২১ ২১:৪৫:৫৮ | আপডেট: ৩ years আগে
সেপ্টেম্বর থেকে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে সরাসরি মাস্কাটে এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

একইসাথে মঙ্গল, বুধ, শুক্র ও রোববার মাস্কাট থেকে সরাসরি ঢাকা এবং সোম, বৃহস্পতি ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে।

ওমান সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী, যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা যাদের বৈধ ভিসা আছে ও অ্যারাইভাল ভিসার যোগ্য যাত্রীরা ওমান ভ্রমণ করতে পারবেন।

ভ্রমণ করার ১৪ দিন পূর্বে ২ ডোজ করোনার টিকা গ্রহণকারী ১৮ বছরের অধিক বয়সীরা টিকার সনদ নিয়ে ওমান ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ১০ বছরের বেশি বয়সী যাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্টে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

করোনা নেগেটিভ সনদ থাকলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু এবং দোহায় আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

একইসঙ্গে করোনা প্রতিরোধে সকল ধরণের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

মাস্কাট ভ্রমণের জন্য টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট কিংবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।