প্রচ্ছদ ›› বাণিজ্য

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৬ উপ-শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:২১:৪৯ | আপডেট: ৩ years আগে
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৬ উপ-শাখার উদ্বোধন

ছয়টি নতুন উপ-শাখার উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মো: তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপ-শাখাগুলোর উদ্বোধন করেন।

উপ-শাখাগুলো হলো- রানী মহল (ডেমরা), টোলারবাগ (মিরপুর-১), হাজারীবাগ (ঢাকা), বক্সনগর (নবাবগঞ্জ), বরুড়া (কুমিল্লা) এবং কদমতলী (চট্টগ্রাম)।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো: সিরাজুল হক ও মো: সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন।

এছাড়াও উপ-শাখাগুলোর নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপকবৃন্দ, উপ-শাখা ইনচার্জ ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।