পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী (এসআইবিএল) ব্যাংক লিমিটেড ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং বাকি ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।
বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫০ পয়সা করে মোট ৫১ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ১৪৩ টাকা ডিভিডেন্ড দেবে ব্যাংকটি। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এছাড়াও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে। তবে বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।
এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৯ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
২০০০ সালে তালিকাভুক্ত ব্যাংকটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ নগদ ও ৫ বোনাস) লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছরও একই হারে (১০ শতাংশ) লভ্যাংশ দিয়েছিল।
৩১ ডিসেম্বর ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২০ পয়সা। যা আগের বছর ছিল ১৮ টাকা ৭৬ পয়সা। বৃহস্পতিবার দিনের শুরুতে শেয়ারটি দিনশেষে লেনদেন হয়েছে ১২ টাকা ৩০ পয়সাতে।