বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, ভালো স্টার্ট আপ কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে স্বাগত জানানো হবে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে বিএসসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে বৃহস্পতিবার ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটঃ টেক স্টার্টআপ ও প্রবৃদ্ধিশীল কোম্পানির সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবলী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোকে উৎসাহিত করতে কমিশনের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই কারণ স্টার্টআপ কোম্পানিগুলো পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন।
তিনি বলেন, আমরা আশা করি স্টার্টআপ কোম্পানিগুলো এক সময় বড় হবে। এরা তখন এসএমই বোর্ডে যাবে। পরে সেখান থেকে মূল বোর্ডে যাবে। তবে কতদিন পর এই স্থানান্তর হবে, তা নির্ভর করবে কোম্পানিগুলোর পারফরম্যান্সের উপর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।