প্রচ্ছদ ›› বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্যাম্পেইনে পুরস্কার পেলো টিবিডব্লিইএ বেঞ্চমার্ক

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২১ ১২:২২:৩৬ | আপডেট: ৩ years আগে
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্যাম্পেইনে পুরস্কার পেলো টিবিডব্লিইএ বেঞ্চমার্ক

একটি ক্যাম্পেইন কি পারে ক্রেডিট কার্ডের মাসিক বুকিংয়ের পরিমাণ আগের বছরের তুলনায় ৩০ গুণ বাড়িয়ে দিতে? এর মাধ্যমে কি ডিপোজিটের পরিমাণ আগের বছরের তুলনায় ১০% বাড়িয়ে দেওয়া সম্ভব? তাও আবার সীমিত মিডিয়া বাজেট নিয়ে? “ব্যাঙ্ক উইথ বিলিফ” ক্যাম্পেইন এটি সম্ভব করেছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইসলামিক ব্যাংকিং ব্র্যান্ড ‘সাদিক’-এর রিলঞ্চ করা হয়। অভিনব ও কার্য‌কর আইডিয়ার জন্য ক্যাম্পেইনটিকে ’কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’-এ স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ক্যান্স লায়ন্স-এর সহযোগিতায় এটি আয়োজন করে থাকে।

বাস্তব জীবনের সত্যিকারের বিশ্বাসীদের ক্যাম্পেইনে দেখানোর মাধ্যমে ছোট বাজেটের মিডিয়া ক্যাম্পেইন ক্যাটাগরিতে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে সিলভার এবং নেটিভে ব্রোঞ্জ জিতেছে ‘ব্যাংক উইথ বিলিফ’। একই ক্লায়েন্টের জন্য আরও দুইটি ক্যাম্পেইন ‘গুড ইজ দ্যা নিউ কারেন্সি’ এবং ‘হোমকামিং’ যথাক্রমে গ্রিন ক্যাম্পেইন এবং নেটিভ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছে।

ব্যাংকের টেকসই উদ্যোগকে তুলে ধরতে ২০২১ সালের মার্চ মাসে ব্র্যান্ড রিফ্রেশ ক্যাম্পেইন হিসেবে ‘গুড ইজ দ্যা নিউ কারেন্সি’ শুরু করা হয়। স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করা হয় ‘হোমকামিং’ ক্যাম্পেইনটি।

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞাপণ সংস্থা টিবিডব্লিউএ গ্লোবাল নেটওয়ার্কের একটি সহযোগী সংস্থা হচ্ছে টিবিডব্লিউএ বেঞ্চমার্ক। প্রাণ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, বার্গার কিং, আরএফএল-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে টিবিডব্লিউএ-এর ক্লায়েন্ট হিসেবে রয়েছে।

বেঞ্চমার্ক কালেক্টিভের একটি অংশ হচ্ছে টিবিডব্লিউএ\বেঞ্চমার্ক। সৃজনশীল কাজের পাশাপাশি জনসংযোগ ও মিডিয়া বায়িং-এর জন্য বেঞ্চমার্ক কালেক্টিভে আছে বেঞ্চমার্ক পিআর এবং পিএইচডি।