প্রচ্ছদ ›› বাণিজ্য

স্থিতিশীলতা রেটিংয়ে শীর্ষ ১০ ব্যাংক ও ৫ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২১ ১৩:১৭:০৮ | আপডেট: ৩ years আগে
স্থিতিশীলতা রেটিংয়ে শীর্ষ ১০ ব্যাংক ও ৫ আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক স্থিতিশীলতা বিবেচনায় প্রথমবারের মতো ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ২০২০ সালে কর্মক্ষমতার উপর ভিত্তি করে তাদের রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ১০টি ব্যাংক এবং পাঁচটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) রেটিং দেওয়ার জন্য বেছে নিয়েছে।

এ তালিকায় নাম থাকা ব্যাংকগুলো হচ্ছে— আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এছাড়া তালিকায় স্থান পাওয়া পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান হলো— হজ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস পোস্ট'কে বলেন, ব্যাংকের সবুজ অর্থায়ন (গ্রিন ফাইন্যান্স), সিএসআর কার্যক্রম, মূলধন পরিস্থিতি এবং এজেন্ট ব্যাংকিং সহ বেশ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে এই রেটিং করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃত সিরিয়ালটি প্রকাশ করা হয়নি। সেটা গোপন রাখা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর পাঠানো তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের ৮টি বিভাগের কাছে থাকা তথ্য যাচাই-বাছাই করে এই মান নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, টেকসই কোর ব্যাংকিং সূচক ব্যাংকের ক্রেডিট গ্রহণযোগ্যতা, মূলধন পরিস্থিতি এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বিবেচনা করে।