প্রচ্ছদ ›› বাণিজ্য

স্বপ্ন ছুঁয়েছেন উদ্যোক্তা নাছির

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২২ ১৮:৫৮:৩৫ | আপডেট: ৩ years আগে
স্বপ্ন ছুঁয়েছেন উদ্যোক্তা নাছির
উদ্যোক্তা নাছির উদ্দিন পাটোয়ারী

একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। আবেগ, অনুপ্রেরণা এবং অদম্য ধারাবাহিকতা পৌঁছে দিতে পারে সফলতার চূঁড়ায়। তেমনই একজন উদ্যোক্তা নাছির উদ্দিন পাটোয়ারী। যিনি কনফেকশনারি দোকানের সেলসম্যান থেকে এখন আইটি সেক্টরের উদ্যোক্তা। গড়ে তু্লেছেন প্রযুক্তিভিক্তিক একাধিক প্রতিষ্ঠান, কর্মসংস্থান হয়েছে কয়েকশ’ মানুষের।

নাছির উদ্দিন পাটোয়ারী বেড়ে উঠেছেন কুমিল্লার গোমতী নদীর তীর ঘেঁষা এক মধ্যবিত্ত পরিবারে। কুমিল্লার মোচাগড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে শুধু বাস ভাড়া নিয়ে চলে আসেন ঢাকায়। জীবন চালিয়ে নিতে চাকরি নেন কনফেকশনারি দোকানের সেলসম্যানের। সেই মানুষটি আজ হয়েছেন কয়েকটি প্রতিষ্ঠানের মালিক।

পাটোয়ারী জানান, সেলসম্যানের চাকরির পাশাপাশি ডিপ্লোমা ইন কম্পিউটার কোর্সে ভর্তি হন ঢাকা পলিটেকনিকে। ডিপ্লোমা শেষ করে একই বিষয়ে স্নাতকের সময় ছোট ছোট ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে নিজেকে জড়ান। নতুন এই ক্যারিয়ারে উত্থানপতনের ধাক্কা সামলে বড় পরিসরে কাজ শুরু করেন প্রযুক্তি ও তার বিষয়বস্তুকে কেন্দ্র করে।

স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার, অবদান রাখবেন দেশের বিভিন্ন সেক্টরে। তৈরি করবেন কর্মসংস্থান। সেই ভাবনা থেকে প্রথম তৈরি করলেন পর্যটন কেন্দ্রিক অনলাইন সার্ভিস ‘ট্রাভেল হলিডে বিডি’। যা অল্প সময়ের মধ্যে কর্পোরেট জগতে আস্থা কুড়িয়েছে। এরপর তথ্যওপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে, সাইবার সিকিউরিটি নলেজ এবং আইসিটি ডেভলপমেন্ট প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করেছেন প্রাতিষ্ঠানিক আঙ্গিকে।

দেশ ও দেশের বাইরের একাধিক প্রতিষ্ঠানকে অনলাইন সেবা প্রদান করতে গড়ে তোলেন আই.সি.টি বাজার নামে একটি আইটি প্রতিষ্ঠান। দেশের আইসিটি ডেভলেপমেন্টকে কেন্দ্র করে আইসিটি বাজারের অর্জিত সুনাম এবং বৈদেশিক রেমিটেন্স, আইসিটি ইন্ডাস্ট্রিতে আগত নতুনদের জন্য উদাহরন তৈরী করেছে।

বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও বৃহৎ পরিসরে এবং সহজ পরিসেবায়, প্রতিটি মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেন ট্রিপ ৭১ নামক একটি ট্রাভেলবেইজ ওটিট প্লাটফর্ম। এর মাধ্যমে স্বল্প আয়ের একজন সাধারণ মানুষ কোন প্রতিষ্ঠান বা এজেন্সি ছাড়া নিজের স্মার্ট ফোন দিয়েই হয়ে উঠতে পারেন নিজের ট্রাভেল প্ল্যানার। এ্যাপ এবং ওয়েব-এর ইনসাইড ফান্ডামেন্টাল ডেভলপমেন্ট এর কাজ চলার কারণে পরিসেবা সাময়িক স্থগিত রয়েছে।

বিশ্ববাজারে চামড়ার পাশাপাশি বাংলাদেশে তৈরি চামড়াজাত পণ্যের চাহিদা দিনদিন বাড়ছে৷ বিদেশিরা কোন প্রকার সংকোচ ছাড়াই কিনে নিচ্ছে চামড়াজাত পণ্য। এই শিল্পের অগ্রগতি দেখে একটি চামড়াজাত দ্রব্য উৎপাদন, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান দাড় করালেন। যার নাম ‘লেদার প্রো’। যা ভূমিকা রাখছে ই-কমার্স এবং এফ-কমার্সে জড়িত সকল চামড়াজাত দ্রব্য বিপণনকারী প্রতিষ্ঠানের মাদার ভেন্ডর হিসেবে।

এসব প্রতিষ্ঠানেই তিনি সীমাবদ্ধ থাকেন নি। আইটি সাপোর্ট দিচ্ছেন প্রায় একডজন ইকমার্স ব্যবসা প্রতিষ্ঠানকে। নাসির উদ্দিন পাটোয়ারীর গড়া পাঁচটি প্রতিষ্ঠানে কয়েকশ’ যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে ১০ শতাংশ অর্থ জনকল্যাণমূলক কাজে যায় বলেও জানান তিনি।