প্রচ্ছদ ›› বাণিজ্য

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৩ ১২:৩৬:৪০ | আপডেট: ২ years আগে
সয়াবিন তেলের দাম কমলো লিটারে ১০ টাকা

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমালো বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১৮৯ টাকা আর খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা দরে বিক্রি করবে কোম্পানিগুলো। একইসাথে পাম অয়েলের দাম ২ টাকা কমিয়ে প্রতি লিটার খুচরা পর্যায়ে ১৩৩ টাকা নির্ধারন করা হয়েছে।

রোববার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের ৭ম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্যতেলের দাম আরও কমানো যায় কিনা তা পর্যালোচনা করা হচ্ছে।

এছাড়া ঈদুল আযহাতে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আদার সংকট আছে। সমাধানের চেষ্টা চলছে।

বাণিজ্য সচিব আরও বলেন, গম আমদানি এক বছরের ব্যবধানে ২৪ লাখ টন এবং চিনি আমদানি কমেছে ৭২ হাজার টন। আমদানি কম হওয়ার প্রভাব পড়েছে বাজারে।