প্রচ্ছদ ›› বাণিজ্য

১১ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২২ ১৮:৩৫:১৯ | আপডেট: ৩ years আগে
১১ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

দীর্ঘ ১০ মাস ২৩ দিনপর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

শনিবার দুপুরে হিলি বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স একে ট্রেডিং ও শিটি ফ্লাওয়ার মিল ১০৫ মেট্রেক চাল আমদানি করে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ গণমাধ্যমকে বলেন, দেশে উৎপাদিত চালের বাজার মূল্য নিশ্চিত করতে গত বছরের ৩১ আগস্ট ভারতীয় চাল আমদানি বন্ধ করে দেয় সরকার। বর্তমানে চালের বাজার স্বাভাবিক রাখতে খাদ্য মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে গত ৩০ জুন দেশের ৯৫ জন আমদানিকারককে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, চাল আমদানির অনুমতির পর প্রথম আজ মেসার্স একে ট্রেডিং ও শিটি ফ্লাওয়ার মিল হিলি বন্দর দিয়ে ১০৫ মেট্রিক টন চাল আমদানি করে।