দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২১৯ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৫৪ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমেছে ৩৫ টাকা।
মঙ্গলবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন আদেশ অনুসারে, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা, যা জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হার যেকোনো আকারে সিলিন্ডারের জন্য প্রযোজ্য হবে।
এদিকে মোটরযানে ব্যবহৃত অটোগ্যাস বা এলপিজির দাম লিটারপ্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।
তবে সরকারি মালিকানাধীন ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়নি। সেটির দাম আগের মতোই ৫৯১ টাকা রয়েছে।
এর আগে গত ৩ জুলাই ১২ কেজি এলপিজির দাম ১২ টাকা বাড়িয়ে ১২৫৪ টাকা করা হয়েছিল।