প্রচ্ছদ ›› বাণিজ্য

১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২ ২০:০৩:১৭ | আপডেট: ২ years আগে
১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস প্রত্যাহার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

১৬৯ কোম্পানির তালিকা দেখতে ক্লিক করুন এখানে

বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরে এক অফিসে আদেশে এ বিষয়ে জানানো হয়।

অফিসে আদেশে আরও বলা হয়, ১৬৯ কোম্পানির দরপতনের নতুন সর্বোচ্চ সীমা ১ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বিএসইসি। আগে দরপতনের সর্বোচ্চ সীমা ছিল ১০ শতাংশ।

এতে আরও জানানো হয়, দরপতনের হারের সীমা কমানো হলেও দর বৃদ্ধির হারের সীমা আগের মতোই এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ হবে।