২০২০-২১ অর্থবছরে ৭৭ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার ৫৪৭ টাকার রাজস্ব আয় করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
১৯ বছরের ইতিহাসে এটা বরিশাল সিটি কর্পোরেশনের সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড। এমনকি প্রতিষ্ঠার পর থেকে কখনো এত টাকা রাজস্ব আদায় হয়নি।
মঙ্গলবার বিকালে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এই তথ্য জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
তিনি বলেন, ২০২০-২১ অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হয়েছে ৭৭ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার ৫৪৭ টাকা। যা গত ১৯ বছরে মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় ছিল ৫৩ কোটি ৬০ লক্ষ ৩৭ হাজার ৩১৭ টাকা।
এদিন ২০২১-২২ অর্থবছরের জন্য ৪১৫ কোটি ৭২ লক্ষ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তবিত বাজেট ঘোষণা করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আয়ের আশা প্রকাশ করেন মেয়র।
এটি বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ তম বাজেট এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর তৃতীয় প্রস্তাবিত বাজেট।