ডলারের দর আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এক ডলার কিনতে গুণতে হচ্ছে ৯২ টাকা ৯৫ পয়সা।
মঙ্গলবার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি ডলার ৯২ টাকা ৯৫ পয়সা দরে কিনেছে।
এটি ২০২২ সালে ডলারের বিপরীতে টাকার ১৬তম অবমূল্যায়ন এটি।
দ্য বিজনেস পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
আজ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছে ১১৪ মিলিয়ন ডলার প্রতি ডলার ৯২ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করেছে, যা অফিসিয়াল আন্তঃব্যাংক বিনিময় হার।
এদিকে চলতি অর্থবছরের আগস্ট থেকে ১৬ জুন পর্যন্ত ব্যাংকিং খাতে ৭ বিলিয়ন ডলারের বেশি সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।